যুক্তি-তর্কের অবসানঃ ইলিশের বাড়ি ভোলা !

প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তি-তর্কের অবসানঃ ইলিশের বাড়ি ভোলা !
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



প্রানী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার ও কন্ঠশিল্পী ও উপস্থাপক তালহা তালুকদার বাঁধন

ছোটন সাহা।।ভোলাবাণী।।

ইলিশের বাড়ি ভোলা নাকি চাঁদপুর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক- বিতর্কের যেন শেষ নেই। যুক্তি দেখিয়ে কেউ দাবী করছেন ইলিশের বাড়ি ভোলা, আবার কেউ দাবী করছেন ইলিশের বাড়ি চাঁদপুর। আসলে সত্যিকার অর্থে ইলিশের বাড়ি কোথায় তার সমাধান হয়নি দীর্ঘদিনেও।

অবশেষে সেই তর্ক- বিতর্কের সমাধান মিলেছে মঙ্গলকার ২২ অক্টেবর এক অনুষ্ঠানে।

ইলিশের বাড়ি নিয়ে যুক্তি তর্কের সমাধান দিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার।

উপদেষ্টা নিজেই যুক্তি দেখিয়ে ইলিশের বাড়ি ভোলা দেখিয়ে স্বীকৃতি দিয়েছেন। বললেন, এখন থেকে ইলিশের বাড়ি ভোলা।

ভোলার জনপ্রিয় কন্ঠশিল্পী ও উপস্থাপক তালহা তালুকদার বাঁধন তার উপস্থাপনায় ইলিশের সম্ভাবনা, আহরণ ও উৎপাদনের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরে ইলিশের বাড়ি ভোলা নয় কেন? এমন যৌক্তিক দাবী তুলে ধরেন। বাঁধনের কথা নিবিড় পর্যবেক্ষণ করেন উপদেষ্টা মিজ ফরিদা আখতার।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তিতার শুরুতেই তিনি তুলে ধরেন উপস্থাপক বাঁধনের প্রসঙ্গ। উপদেষ্টা বলেনন, অবশ্যই ইলিশের বাড়ি ভোলা। কারন, ভোলায় রয়েছে প্রচুর সম্ভাবনা এবং সম্পদ। সব বিবেচনায় চাদপুর নয়, ভোলাই হল ইলিশের বাড়ি।

উপদেস্টা এমন বক্তব্যে উপস্থিত জেলেসহ সচেতনমহল আনন্দ উল্ল্যাস করেন। স্বাগত জানান মৎস্য ও প্রানী সম্পদ উপদেষ্টাকে।

জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে ভোলার খাল ববালুর মিঠে অনুষ্ঠিত হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে জেলে ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারে নিয়ে সচেতনতা সভা। ওই সভায় ইলিশের বাড়ি ভোলা বলেই স্বীকৃতি দেন উপদেস্টা। অনুষ্ঠানে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মহা পরিচাল, সচিবসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৬   ২৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
খাঁচায় মাছ চাষে ফিরছে সুদিন
ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নারী যাত্রীর নদীতে ঝাঁপ: পরিচয় ও সন্ধান মিলেনি এখনো
পরিবারের দাবী পরিকল্পিত হত্যামনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মরিয়া ইরান তছনছ ইসরাইল

আর্কাইভ