হেলাল উদ্দিন লিটন।।তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলেসহ নৌকা, জাল ও মাছ আটক করে মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী দল। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের আর্থিক জরিমানা করা হয়।
মৎস্য অফিস সুত্রে জানা যায়, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম বুধবার (১৫ অক্টোবর) রাতভর মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গুরিন্দা মাছঘাট সংলগ্ন মেঘনায় মাছ শিকার করা অবস্থায় ৪ জেলেসহ একটি নৌকা, ৫০হাজার মিটার কারেন্ট ও সুতার জাল এবং ৫৬ কেজি মা ইলিশ মাছ আটক করেন। আটককৃতরা হলেন, মোঃ নয়ন, মোঃ ফিরোজ, মোসলেহউদ্দিন, মোঃ রাসেল। আটকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা আর্থিক জরিমানার রায় প্রদান করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ। আটক নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, মা ইলিশ সংরক্ষণে আমরা কঠোর ভূমিকা পালন করছি। প্রতিদিন মেঘনায় আমাদের টহল ও অভিযান চলমান থাকবে।
তজুমদ্দিনের মেঘনায় গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রজনন রক্ষার অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৪ ৭৯ বার পঠিত |