
এম শাহরিয়ার ঝিলন ॥ভোলাবাণী
শিক্ষা সমৃদ্ধিতে ভোলার রাজাপুর ইউনিয়ন হবে দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন। এই ইউনিয়নের কৃতি সন্তানরা সুশিক্ষায় শিক্ষিতি হয়ে দেশের বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে সুনামের সাথে কর্মরত রয়েছে। তারা রাজাপুর তথা ভোলা জেলার মুখ উজ্জল করেছে। রাজাপুর ইউনিয়নটি জেলা সদর থেকে অনেক দুরে এবং রামদাসপুর বিচ্ছিন্ন দ্বীপ হলেও শিক্ষিকা দীক্ষায় এই ইউনিয়নের মানুষ অনেক এগিয়ে রয়েছে। এখানকার মানুষ শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়ে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছে। তবে যারা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়েছে, নিজ নিজ যায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে অনেক সংগ্রাম করে পড়াশুনা করতে হয়েছে। আজকের ছেলে মেয়েরা চাইলেই অনেক কিছু সহজে পেয়ে যায়। তখন এতো সহজ ছিলো না। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই কষ্টসাধ্য ছিলো। তারপরও পড়ালেখা প্রতি এখানকার মানুষের দুর্বলতা ছিলো অনেক। সেজন্যই তাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে।

বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা সকল সুযোগ সুবিধা পেয়েও পড়ালেখায় তেমন মনোযোগী হচ্ছে না। তোমরা যারা পড়ালেখা করে ভালো ফলাফল করেছো তারা উচ্চ শিক্ষায় অর্জন করে রাজাপুর ইউনিয়নের মুখ একদিন উজ্জল করবে। ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব কথা বলেন।

শুক্রবার (১১ অক্টোবর) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ‘ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতি’র উদ্যোগে এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রদান ও সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি শিল্পপতি মোহাম্মদ তাজউদ্দিন এর সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ‘ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতি’র উপদেষ্টা ও বিএম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মোঃ জাকির হোসেন খান, উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম, উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি মোঃ শাহাব উদ্দিন, উপদেষ্টা ও তৈয়বা খাতুন মডেল একাডেমীর সাবেক প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, ‘ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতি’র সহসভাপতি আমিনুল ইসলাম হাওলাদার প্রমুখ।

ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল) এর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ‘ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উপদেষ্টা সৈয়দ আবুল বাশার, আবদুল জলিল মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিন খান, তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ রিয়াজউদ্দিন রাজু, ওবায়েদুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রোকসনা আক্তারা, রাজাপুর ইউপি সদস্য শাহাজাহান ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক শাজাহান সাজী, রামদাসপুর দাখিল মাদ্রাসার সুপার বাদশা আলম প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুসফিকা ইকরা, তাইয়্যেবা, মারজিদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন, ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক নুরে আলম জাবেদ, সহ-সাংগঠকি সম্পাদক মনজুরুল ইসলাম বাবলু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও রামদাসপুর যুব সমিতির সাধারণ সম্পাদক মোঃ নিরব হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির খোকন, সদস্য মোঃ রোমান, মোঃ সোহেল রিয়াজ, মোঃ মাইদুল খান প্রমুখ। এসময় রাজাপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দারোগার খাল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ছালাহ উদ্দিন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা হলে জাতির ভবিষ্যত। আগামীর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তোমরা আসবে। সে জন্য তোমাদেরকে এখনই মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখবে এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের প্রথম ও গুরুত্বপর্ণ ধাপ। তার পরের ধাপগুলো তোমাদেরকে অনেক চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে হবে। মনে রাখবে জীবন একটি সংগ্রামের পথ। সেপথকে সহজ করতে হলে শিক্ষার বিকল্প কিছু নেই। যে যত শিক্ষিত, সে তত উন্নত। তাই আগামীর পথচলাকে সহজ করতে তোমাদেরকে পড়ালেখার প্রতি বেশি মনোযোগী হতে হবে। তোমরা স্বপ্নের চেয়েও বড় হও।

বক্তারা আরও বলেন, প্রফেসর তাজল ইসলাম স্যার রাজাপুরের কৃতি সন্তান। তিনি রাজাপুরের শিক্ষা বিস্তারি নিরলস কাজ করে গেছেন। তার অবদান আমরা কোন দিনও ভুলবো না। আজকে এই মহান মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রাজাপুর-রামদাসপুরের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে এগিয়ে নিতেই আমাদের এই আয়োজন। যাতে কোন শিক্ষার্থীর অর্থের অভাবে পড়াশুনা বন্ধ না হয়ে যায় সে জন্য আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সমাজ কল্যাণমুলক কাজ করাই সংগঠনের লক্ষ্য। আগামী দিনে রাজাপুরের মানুষ নদী ভাঙন ও কর্ম ব্যস্থতার কারণে বিভিন্ন যায়গায় রয়েছে। তাদেরকে ঐক্যবদ্ধ করে এক সাথে করাই আমাদের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১২:৫১:১২ ১৯৩ বার পঠিত |