চরফ্যাশন প্রতিনিধি।।ভোলাবাণী।।
চরফ্যাশনে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে হানিফ জমাদার, মনির জমাদার, জামাল মৃধা ও শিমুলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার কাশেমগঞ্জ বাজারে হামলার ঘটনা ঘটে।
হামলা শিকার আহত মাকসুদ, আলামিন, সোহাগ ও সবুজ জিন্নাগর ৬ ওয়ার্ডের আমির হোসেন পাটেয়ারীর ছেলে।
হামলায় আহতদের বড় ভাই হারুন বলেন, এওয়াজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে যুবলীগ নেতা নুরুল ইসলাম মোল্লা আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ত্রাশের রাজত্ব করেছিল। আমরা এসবে প্রতিবাদ করেছি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পূর্বপরিকল্পিতভাবে নুরুল ইসলাম মোল্লার পক্ষ হয়ে হানিফ জমাদার, মনির জমাদার, জামাল মৃধা ও শিমুল কাশেমগঞ্জ বাজারে মাকসুদ, আলামিন, সোহাগ ও সবুজের উপর হামলা করে। হামলায় গুরুত্বর আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।অ ভিযুক্তরা হামলার বিষয়ে অস্বীকার করেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১০:১৩:১৮ ১৭৭ বার পঠিত | অভিযোগচরফ্যাশনবিএনপিহামলা