মনপুরায় চরাঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাস করছে অর্ধলাখ মানুষ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় চরাঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাস করছে অর্ধলাখ মানুষ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪



 

মনপুরায় চরাঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাস করছে অর্ধলাখ মানুষ

বিশেষ প্রতিনিধি ॥ভোলাবাণী।।ভোলার দ্বীপ উপজেলা মনপুরার মূল ভূমি থেকে বিচ্ছিন্ন বিভিন্ন চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় প্রায় ৫০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। মেঘনায় সামান্য জোয়ার হলেই প্লাবিত হচ্ছে চরগুলো। জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়া মনপুরা দ্বীপ রক্ষায় চারদিকে ৭৭.৫৩ কিলোমিটার বেড়িবাঁধ কাগজপত্রে থাকলেও মেঘনা নদীর প্রবল গ্রাসে এখন অর্ধেকেরও বেশি বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সামান্য জোয়ারেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষ জলাবদ্ধ হয়ে পড়ছে।

সরেজমিন দেখা গেছে, মনপুরার উত্তরে বিচ্ছিন্ন কলাতলির চরে বেড়িবাঁধ না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। মেঘনার জোয়ার সামান্য বৃদ্ধি পেলেই পুরো চর প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। এ ছাড়াও কাজীরচর, ঢালচরে নেই কোনো বেড়িবাঁধ। এই দুই চরে বসবাস করছেন অন্তত ১০ হাজার মানুষ।

এদিকে, পশ্চিমে বিচ্ছিন্ন শহিদ সামছুদ্দিন চর, চর নজরুল, পূর্বে বদনার চর, লালচরে নেই কোনো বেড়িবাঁধ। তাছাড়া দক্ষিণে সাগর মোহনায় চর নিজামে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করছেন। এসব চরে বেড়িবাঁধ না থাকায় প্রায় ৫০ হাজার মানুষ অরক্ষিত অবস্থায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন। সামান্য জোয়ারেই পানিবন্দি হয়ে পড়ছেন বাসিন্দারা।

উপজেলার কলাতলি চরের একাধিক বাসিন্দা জানান, এ চরটি নবগঠিত ইউনিয়ন পরিষদে রূপান্তরিত হলেও এখন পর্যন্ত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। চারদিকে কোনোপ্রকার বেড়িবাঁধ না থাকায় চরটি সামান্য জোয়ার হলেই ডুবে যায়। ফলে বাসিন্দারা বেশিভাগ সময়ই পানিবন্দি থাকেন।

বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত চর নিজাম দ্বীপের বাসিন্দারা জানান, চরটি সাগরের মোহনায় হওয়ায় কোনো বেড়িবাঁধ না থাকায় প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছেন। এছাড়াও মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন শহিদ সামছুদ্দিন চর, চর নজরুল ও বদনারচরে কোনো বেড়িবাঁধ ও সাইক্লোন সেন্টার না থাকায় কয়েক হাজার মানুষও ঝুঁকি নিয়ে বসবাস করেন। এসব চরাঞ্চলে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা উচিত।

মনপুরা উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, মনপুরার মূল ভূখ-ে ক্ষতিগ্রস্ত বেরিবাঁধগুলো সংস্কারে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কার হলেই বিচ্ছিন্ন চড়ে সঠিক সমীক্ষার মাধ্যমে বেরিবাঁধের পরিকল্পনা করা হবে।

বাংলাদেশ সময়: ৮:৪১:২৬   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ ঘন্টা পর মরদেহ উদ্ধারমনপুরার মেঘনায় নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু
ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
খাঁচায় মাছ চাষে ফিরছে সুদিন
ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নারী যাত্রীর নদীতে ঝাঁপ: পরিচয় ও সন্ধান মিলেনি এখনো
পরিবারের দাবী পরিকল্পিত হত্যামনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ