ভোলাবাণী ।।দৌলতখান প্রতিনিধি।। দৌলতখান ভবানীপুর চর সংলগ্ন এম ভি ইউ সি তেলবাহী জাহাজে ডাকাতিকালে ১৫ ডাকাতকে আটক করেছে জেলে ও থানা পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভবানীপুর লাল ভয়া সংলগ্ন মেঘনা নদীতে এমভি ইউসি তেলবাহী জাহাজে ডাকাতি কালে জেলে ও পুলিশের সহায়তায় ১৫ ডাকাতকে আটক করা হয়। তাদের সবার বাড়ি ভোলা জেলার বাহিরে।
ডাকাতরা হলো রমজান আলী চৌধুরী পিতা হাবিব চৌধুরী, চাদগা থানা, ইউসুফ পিতা রবিউল হোসেন, নাঙ্গল কোড থানা, সোলায়মান পিতা আমির হোসেন লাঙ্গল কোড থানা, মোঃ হুমায়ুন কবির পিতা মোঃ সোবহান লাঙ্গল কোড থানা, মোঃ কাইসার পিতা মোহাম্মদ আলী চকরিয়া থানা, মোঃ আরফি পিতা আঃ করিম চাঙ্গারহাট থানা, মোঃ আবুল কাশেম পিতা নিজাম, কুতুবদিয়া থানা, মোঃ ইয়াছিন পিতা মোঃ জামাল উদ্দিন রাঙ্গুনিয়া থানা, মোঃ নুরে আলম পিতা মোঃ হানিফ বাসখালী থানা, মোঃ দিদার পিতা মোঃ কাওসার বাশখালী থানা, মোঃ ছালাহ উদ্দিন পিতা রেজাউল চট্টগ্রাম থানা, সিরাতুল মোসতাকিম পিতা গিয়াসউদ্দিন থানা মইশখালী, নুরে আলম পিতা মোঃ হানিফ বাসখালী থানা। জাহাজের মাষ্টার জানান ২৫ থেকে ৩০ ডাকাত জাহাজের সবাইকে জিম্মি করে জাহাজ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা ৪ টি এন্ডোসেটসহ ৮টি মোবাইলসেট নিয়ে গেছে। মাছ শিকার করা জেলে ও পুলিশের সহায়তায় ১৫ ডাকাত আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
ডাকাতদের সঙ্গে দৌলতখানে কারো সম্পৃক্ততা থাকতে পারে বলে অনেকে ধারনা করেছেন। তেলবাহী জাহাজের মাষ্টার নুরের নবী বাদী হয়ে দৌলতখান থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলা নং-১০ ধারা ৩৯৫/৯৭, তারিখ ০৯-১০-২০২৪ইং।
বাংলাদেশ সময়: ১০:০৩:১৯ ১১৮ বার পঠিত |