রোগীদের ভোগান্তি।।সেবা ব্যাহত ভোলায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » রোগীদের ভোগান্তি।।সেবা ব্যাহত ভোলায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি ॥
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

এক দফা দাবিতে চার ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ভোলা সদর হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

 

ভোলায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি ॥

মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোলা সদর হাসপাতালের সামনে সকালে কর্মবিরতি করে নার্স ও মিড ওয়াইফারি শিক্ষার্থীরা। চলে দুপুর ১টা পর্যন্ত।

নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালকসহ অপসারন পূর্বক ওই পদগুলোতে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন।

এতে ভোলা সদর হাসপাতালের কর্মরত নার্স ও নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্ম বিরতি যায় নার্সরা।

এদিকে জেলার ৭টি উপজেলায় চিকিৎসা সেবা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি পালন করায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।

এ সময় নার্সরা বলেন, দাবি না মানলে আগামী দিনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটি, লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

ভোলা নার্সিং ইন্সট্রাক্টর আফজাল হোসেন বলেন, ‘প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমাদের নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়নের দাবি জানাচ্ছি।

 

ভোলায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি ॥

আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা ফোন করেছিলেন। উনি আশ্বস্ত করেছিলেন দাবি মেনে নেবেন। আমরা কর্মবিরতি স্থগিতও করি, কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি।

এ সময় এসময় উপস্থিত ছিলেন, ভোলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সদস্য নাছিমা আক্তার, সিনিয়র নার্স নাছিমা বেগমসহ ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরাসহ সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৫৪:৩৪   ১০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
খাঁচায় মাছ চাষে ফিরছে সুদিন
ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নারী যাত্রীর নদীতে ঝাঁপ: পরিচয় ও সন্ধান মিলেনি এখনো
পরিবারের দাবী পরিকল্পিত হত্যামনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মরিয়া ইরান তছনছ ইসরাইল

আর্কাইভ