ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজহেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত

প্রথম পাতা » ক্রিকেট » ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজহেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।টি-টোয়েন্টিতে ১২৮ রান কখনোই পর্যাপ্ত হতে পারে না। বিশেষ করে ভারতের মতো বিধ্বংসী ব্যাটিং ক্ষমতাসম্পন্ন দলের বিপক্ষে আরও নয়। বাংলাদেশ সে জিনিসটি বেশ ভালোভাবেই বুঝলো। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শান্তদের দেওয়া ১২৮ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫০ বল বাকি থাকতে পেরিয়ে গেল ভারত।

 

হেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত

রোববার (৬ অক্টোবর) ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ ১২৭ রান করে অলআউট হয়। জবাবে ভারত ১১ ওভার ৫ বলে ১৩২ রান করে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও মিরাজ নেন ১টি করে উইকেট।

গোলওয়ালিয়রের মাঠে ২০২৪ সালে বাংলাদেশকে ৪৯ বল হাতে রেখে ১২৮ রানের লক্ষ্য তাড়া করে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জয় এসেছে। এর আগে ২০১৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ বল হাতে রেখে ১০০ রানের লক্ষ্য অর্জন করে ভারত। এছাড়াও ২০১০ সালে গ্রোস আইলেটে আফগানিস্তানের বিপক্ষে ৩১ বল হাতে রেখে ১১৬ রান এবং একই বছরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বল হাতে রেখে ১১২ রান তাড়া করেছিল তারা।

ম্যাচটিতে ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি স্বত্তেও তরুণ দলটি দুর্দান্তভাবে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশের পক্ষে কেবলমাত্র নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তবে বাকি ব্যাটাররা খুব একটা কিছু করতে পারেননি। ধীরগতির পিচ হলেও বাংলাদেশের ব্যাটারদের বেশিরভাগই বাজে শটের কারণে আউট হন। ১২৭ রানের লক্ষ্য ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে যথেষ্ট ছিল না।

অভিষেক আক্রমণাত্মক শুরুর পর রান আউট হলেও সূর্যকুমার যাদব শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এবং সঞ্জু স্যামসন অপর প্রান্তে চমৎকার কিছু শট খেলেন। ভারত অধিনায়ক কিছুক্ষণের জন্য ঝড়ো ইনিংস খেললেও খেলা তখন প্রায় শেষের পথে ছিল। পাওয়ার প্লেতে ৭১ রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। এরপর স্যামসন আউট হলেও হার্দিক পান্ডিয়া এবং নীতিশ রেড্ডি আক্রমণ চালিয়ে যান এবং ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যান।

১১.৫ ওভারে তাসকিন আহমেদের শর্ট বলকে আকাশে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে খেলাটি শেষ করেন হার্দিক পান্ডিয়া। ৪৯ বল বাকি থাকতে ভারত জয়ের মুকুট পরে।

এর আগে টস হেরে ভারতের বোলিং তোপে ১২৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ ৩৫ রান। ভারতের হয়ে আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট।

সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার (৯ অক্টোবর) দিল্লীতে অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ সময়: ৬:০৪:১৩   ৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার
টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ
ভারত ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজহেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
সাকিবকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন আইন উপদেষ্টা
চেন্নাই টেস্টতৃতীয় দিন শেষে ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা বিসিবির
পাকিস্তানকে বাংলাওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানের মাটিতে ১০ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়
শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আর্কাইভ