চরফ্যাশন অফিস।।ভোলাবাণী।।
ভোলার চরফ্যাশন উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ বছর পর অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।
আজ বুধবার বিকালে উপজেলার ২১ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনায় মিছিলে মিছিলে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে সমাবেশে আসতে দেখা গেছে।
এসময় সেচ্ছাসেবক দল সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ এর নেতৃত্বে সকল ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন রঙের প্লাকাড, ফেস্টুন সহ নানা রঙের ব্যানারে ফ্যাশন স্কয়ার থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সমবেত হন।
সমাবেশে মীর শাহাদাত হোসেন ছায়েদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলা ৪ আসনের সাবেক তিন বারের সফল সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের হাতকে শক্তিশালী করে বিএনপি তাদের হারানো
আসনটি পুনরায় উদ্ধার করবে। এজন্য তিনি সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান ।
সমাবেশে সেচ্ছাসেবক দলের নেতা হাবিব মেঘাবান, প্রভাষক মো.শিহাব উদ্দিন, পৌর সেচ্ছা সেবক দলের নেতা রিয়াজ উদ্দিন চপল মাতাব্বর, মো.রফিকুল ইসলাম বিপ্লবসহ উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২০:৫৭ ৮৮ বার পঠিত |