ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গ্রেফতার

প্রথম পাতা » চরফ্যাশন » ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গ্রেফতার
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল ইসলাম  জ্যাকবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

সাভার থানায় দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম  জ্যাকবকে সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

জ্যাকব ২০০৮ সালে অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পানিসম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের সাধারণ নির্বাচন বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে প্রার্থিতা প্রত্যাহার করলে জ্যাকব বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। ওই বছরেই তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। একই বছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বাংলাদেশ সময়: ১১:১৫:৪২   ৩৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান
সামরাজ মাছ ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন।। আজিজ পাটোয়ারী সভাপতি নির্বাচিত
চরফ্যাশনে স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে প্রতিপক্ষের হামলায় আহত-২
চরফ্যাশনের ব্যবসায়ী সুজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আর্কাইভ