বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তায়ভোলায় শিশুদের অনুপ্রেরণার গল্প শুনালেন জেলা প্রশাসক

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তায়ভোলায় শিশুদের অনুপ্রেরণার গল্প শুনালেন জেলা প্রশাসক
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গিকার’ এই পতিপাদ্য বিষয় কে সামনে রেখে ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

 

ভোলায় শিশুদের অনুপ্রেরণার গল্প শুনালেন জেলা প্রশাসক

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মো আজাদ জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু।

শিশু প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার আবৃত্তি প্রশিক্ষণার্থী তাহমিদ

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ভোলা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে আগামী ৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৪।

এসময় জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

ভোলায় শিশুদের অনুপ্রেরণার গল্প শুনালেন জেলা প্রশাসক

তিনি বলেন, সরকার শিশুদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তাই শিশুদের সামনে আমাদের আচরণ সংযত রেখে তাদের অগ্রাধিকার দিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। পরে শিশুদের অংশ গ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৫৩:১৯   ১০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে জামায়াত আমিরের সাক্ষাৎ
ভোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভোলায় মেডিকেল কলেজ ও উন্নত চিকিৎসা সেবার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

আর্কাইভ