৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত ওমর ফারুকরের লাশ উত্তোলন

প্রথম পাতা » দুলার হাট » ৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত ওমর ফারুকরের লাশ উত্তোলন
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া কিশোর ওমর ফারুকের (১৬) লাশ দাফনের ৫৫দিন পর উত্তোলন করা হয়েছে।

 

৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত কিশোর ওমর ফারুকের (১৬) লাশ উত্তোলন

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। চরফ্যাশনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও একসিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেক মূহিত লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫৫ দিন পর ফারুকের লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় ফারুকের মা-বাবা, ভাই-বোন, মামলার তদন্ত কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে ফারুকের মৃত্যু হয়। এরপর ৬ আগষ্ট স্বজনরা গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে লাশটি দাফন করেন। লাশটি বিনা ময়নাতদন্তে দাফন করায় আদালতের নির্দেশে দাফনের ৫৫ দিন পর লাশটি উত্তোলন করা হয়।

তিনি আরো জানান, ফারুকের মৃত্যুর ঘটনায় তার বাবা মিলন ফরাজি ১১ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ৫৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওমর ফারুকের বাবা বলেন, সংসারে দরিদ্রতা থাকায় মাত্র ১৬ বছর বয়সে ফারুককে ঢাকার একটি মুদি দোকানে দিয়েছিলেন। ওই দোকানে সে শ্রমিক হিসেবে কাজ করত। ঘটনার দিন রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকার একটি ফুটওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে ফারুক মারা যায়। এরপর ১১ সেপ্টেম্বর ৫৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করি।

তিনি আরো বলেন, আমার ছেলে পুলিশের গুলিতেই মারা গেছে। গুলিতে তার সমস্ত শরীর জর্জরিত। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের খুনিদের বিচারের আওতায় আনার জন্যই আমি মামলাটি করেছি।

বাংলাদেশ সময়: ১১:৪৫:২৭   ৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দুলার হাট’র আরও খবর


৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত ওমর ফারুকরের লাশ উত্তোলন
চরফ্যাশনে বৃদ্ধকে হত্যা, গ্রেফতার-১
নেতাকর্মীদের ওপর হামলায় নীলকমল ইউনিয়ন বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সভা
ইমামকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চরফ্যাসনের ভাড়ানী বাজার সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা
নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ ছাত্র জনতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত
বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত ‍নুরাবাদ ইউপি
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯

আর্কাইভ