ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিজেপি নেতা আবদুল জলিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিজেপি নেতা আবদুল জলিল
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪



ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিজেপি নেতা আবদুল জলিলস্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

শেখ হাসিনার সরকারে পতনের পর প্রবাসে থেকে ভোলায় আসলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা সদর উপজেলার সভাপতি আব্দুল জলিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লঞ্চযোগে ইলিশা ঘাটে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নেন। এসময় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন পুরো ঘাট এলাকা। এর আগে তার আগমনের খবরে সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চঘাটে দলের নেতাকর্মী জমায়েত হন।

পরে তাকে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে ভোলা জেলা বিজেপির কার্যালয়ে নিয়ে আসেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সদর উপজেলা বিজেপি সভাপতি আবদুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার, সদর উপজেলা বিজেপি নেতা জাহাঙ্গীর মোল্লা, দপ্তর সম্পাদক সালাহউদ্দিন সর্দার, লোকমান ফরাজী, ডা: মেহেদী হাসান কামাল সর্দার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান হাওলাদার, জেলা যুব সংহতির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী টিটু, যুগ্ম আহ্বায়ক মাইনুল মিজি, কামাল উদ্দিন সর্দার, আবু তাহের, মোঃ হোসেন সিকদার, মাহিদুর রহমান শুভ, জেলা স্বেচ্ছাসেবক পার্টি যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিন, সামসুল আলম, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসাইন পাটোয়ারী, রুবি সিকদার, মো: স্বপন মিজি, কামরুল ইসলাম কাইয়ূম, উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক হাশেম, মাসুম মিজি, শাহরিয়ার শাকিল, মো: রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিজেপি নেতা আবদুল জলিলএসময় নেতাকর্মীদের উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতা আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছিল। এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধসহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ এই শহীদেরকে জান্নাতবাসী করুন। এই আন্দোলনে যারা গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর এই আন্দোলনের যারা শরীক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিজেপি নেতা আবদুল জলিলতিনি আরো বলেন, তারুণ্যের অহংকার বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের হাতকে আরো শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদেরকে দলের প্রয়োজনে আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে। আন্দালিব রহমান পার্থকে আগামী নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। এখন বিজেপির মূল লক্ষ্য সকলে মিলে একটি সুশৃংখল রাষ্ট্র গঠন করা। দল মতনির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ২২:০৬:১৫   ১৭৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ