চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



---চরফ্যাশন অফিস।।

চরফ্যাশন উপজেলা  ছাত্রদল নেতা শহীদ আব্দুর রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী  পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সকল নেতাকর্মীরা শহীদ আব্দুর রাজ্জাক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।মিছিলটি চরফ্যাশন পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। মাগরিবের নামাজ শেষে  উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রদল নেতা আলি মুর্তজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বক্তৃতা  করেন, সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, এডভোকেট সিদ্দিক, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ সিকদার প্রমুখ। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তৃতায় বলেন, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাককে নৃশংস ভাবে যারা হত্যা করেছে তারা এখনো প্রকাশ্যে  চলাফেরা করছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লালিত গুন্ডা ছাত্রলীগ নেতা লোকমান মাতাব্বরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় অর্ধশত গুন্ডাবাহিনী চরফ্যাসন সদর থেকে গিয়ে আব্দুর রাজ্জাক কে পিটিয়ে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। অথচ খুনিরা এখনো অধরাই রয়ে গেছে। তারা  তাদের ব্যবসা-বাণিজ্য বীরদর্পে চালিয়ে যাচ্ছে। তাদেরকে গ্রেফতার করে হত্যার বিচার দাবী করেন বক্তারা । আলোচনা শেষে রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম আছলামী। বিক্ষোভ ও স্মরণ সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকরা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৩   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আর্কাইভ