মিজান নয়ন।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চরফ্যাশনের চর মাদ্রাজ ইউনিয়নে ০৭ নং ওয়ার্ডস্থ পূর্ব মাদ্রাজ গ্রামের রাকিব ও ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ওসমানগঞ্জ গ্রামের সিয়ামের কবর জিয়ারত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দুই সহ-সমন্বয়কসহ ১১ জন সদস্য । গতকাল মঙ্গলবার দুপুরে তারা নিহতদের বাড়ি গিয়ে কবর জিয়ারত করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক এসময় তাদের সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক ইত্তেফাককে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক মো. রাসেল মাহমুদ এবং সহ-সমন্বয়ক এবং স্বাস্থ্য উপ বিষয়ক কমিটির সদস্য মো. নিশাতসহ ১১জন সদস্য উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি তাদেরকে নিয়ে নিহতদের বাড়ি যান। তারা নিহতদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের শান্তনা দেন।
বাংলাদেশ সময়: ১:৩৪:৩৭ ৯১ বার পঠিত |