ভোলায় নার্সদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নার্সদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে এক দফা দাবিতে ভোলায় নার্সদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়েছে।

 

ভোলায় নার্সদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

রবিবার সকালে ভোলা সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলে ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

এসময় বক্তরা বলেন, তাদের নেয্য এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারী নার্সরা জানান, আগে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

সহকারি জেলা পাবলিক হেলথ নার্স নাসিমা আক্তার জানিয়েছেন, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে, যা দেশের সার্বিক স্বাস্থ্যখাতের জন্য বড় ধরনের বিপর্যয় দেখে আনতে পারে।

আমাদের দ্বিতীয় গ্রেড দেওয়ার কথা রয়েছে কিন্তু ১০ গ্রেড থেকেই তাদের চাকরি থেকে অবসর নিতে হয়। বছরের পর বছর এ বৈষম্য চলে আসছে।

 

ভোলায় নার্সদের অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

ভোলা জেলা শাখার নার্সিং ইন্সট্রাক্টর মো. আফজাল হোসেন বলেন, একটাই দাবি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ৯:২২:৩৭   ৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত ॥
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
হামলা চালাতে ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেইরান ইসরায়েলে আক্রমণ শেষের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা
উপকূলে জুড়ে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

আর্কাইভ