ভোলায় পিলখানা হত্যাকান্ডে ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পিলখানা হত্যাকান্ডে ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



 

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলায় ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বিডিআর কল্যাণ পরিষদের ব্যার্নারে এ কর্মসূচি পালন করে।উপস্থিত বক্তারা বলেন, ‘পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল ও এসব হত্যার বিচার দাবি করেন তারা।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রািন করছেন চাকুরিচ্যুত  বিডিআর সদস্যরা।

মানববন্ধনে তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শেখ হাসিনার সরকারের নীল নকশার অংশ হিসেবে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকা- সংগঠিত হয়। মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আরো বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন করতে বাংলাদেশ রাইফেলসকে (বিডিআর) ধ্বংস করার জন্য, পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকা- সংঘটিত করে।

হত্যাকান্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যু হয়। পিলখানা হত্যাকান্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ বিডিআর সদস্যকে চাকরিচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। পরে প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়।
এসব চাকরিচ্যুত বিডিআর সদস্যের পরিবার এখনও মানবেতর জীবন যাপন করছে। চাকরিচ্যুত সব বিডিআর সদস্যকে সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করাসহ ৯ দফা পূরণের দাবি করেন তারা।

 

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

এসময় চাকরিচ্যুত বিডিআর সদস্য নায়েব সুবেদার তরিকুল ইসলাম, মো. সাইফুল আলম, ফারুক মাসুম, সুমন কুমার দে, মো. বশির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:০৯:২৯   ১০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাওনা টাকা নিয়ে মারধরে ব্যবসায়ী হত্যার অভিযোগ
ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট

আর্কাইভ