স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খলিফা পট্টি ফেরদৌস জামে মসজিদে ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে দাওয়াতুন্নবী স: মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, ইসলামী চিন্তাবিদ ডক্টর মাওলানা ইসা সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন, খলিফাপট্টি জামে মসজিদের খতিব ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুজির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা কাজী শাহেদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ মাওলানা ঈশা সাহেদী বলেন, রাসুল সাঃ এর আদর্শ অনুসরণ করা আমাদের প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য। তার আদর্শের উপর ভিত্তি করে ইসলামী সমাজ বিপ্লবের মাধ্যমে এ দেশের সর্বস্তরে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। তিনি বলেন, নামাজ রোজা যেমন ফরজ কাজ তেমনি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো ও ফরজ কাজ। বিশ্ব রহমত নবীজি সাঃ একটি সমাজ বিপ্লবের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্বের মুসলমানদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাই আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই সমাজ থেকে অন্যায় অবিচার দুর্নীতি খুন রাহাজানি জুলুম-নিপীড়ন দূর করার জন্য রাসূলে করীম সাঃ এর আদর্শের বাস্তবায়নে এগিয়ে আসা। তিনি ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দল মতের লোকদেরকে তথা কালেমায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অন্যান্য আলোচকগণ বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসে নবীজি সাঃ বিশ্ব মানবতার পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক পৃথিবীতে প্রেরিত হয়েছেন। তাই তার আদর্শকে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। সারা বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করে শুধু সংস্কার নয় দেশকে ইসলামের আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তাঁরা রাসুলের মহব্বতে প্রয়োজনে জীবন পর্যন্ত বিলিয়ে দেয়ার আহ্বান জানান। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বাংলাদেশ সময়: ৯:২৮:৫৯ ৫২ বার পঠিত |