
ভোলাবাণী।।চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশনে গতকাল শনিবার পৃথক দূর্ঘটনায় চরমাদ্রাজ ও জিন্নাগড় ইউনিয়নে এবং দুলার হাটে এক নারীসহ দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো- দুলারহাট থানার চর যমুনা গ্রামের অযুদ মিয়ার মেয়ে ইয়ানুর(২৭), চরমাদ্রাজ ৯নম্বর ওয়ার্ডের মিয়াজানপুুর গ্রামের মনজুর হাওলাদারের মেয়ে মরিয়ম (১২) এবং জিন্নাগড় ৫নম্বর ওয়ার্ডের আবু নুরুল্লা’র ছেলে হামিম (৭)।
নিহতদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া এলাকার একটি মাদ্রাসা ছাত্রী। সকালে অটোরিক্সা যোগে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় মিয়াজানপুর সর্দার বাড়ি সংলগ্ন স্থানে তাকে বহনকারী অটোরিক্সাটি ব্রেক ফেল করে রাস্তার পাশে পড়ে গেলে অটোরিক্সার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
আর নিহত শিশু হামিম দুলারহাট সড়কে লতিফ মিয়ার দোকান সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহি অটোরিক্সা তাকে চাপা দেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে চরফ্যাশন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।
এছাড়া শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে বসত ঘর ভেঙ্গে গেলে ঘরে নিচে চাপা পড়েন ইয়ানুর বেগম ও তার মা বিবি আয়শা এবং বোন ফাতেমা বেগম । স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান ইয়ানুর বেগম।
বাংলাদেশ সময়: ১৮:১২:২০ ১৩৯ বার পঠিত |