ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর ইউনিয়ন শাখার আয়োজনে ভোলার তজুমদ্দিনে সিরাতুন্নবী (স.) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার আছর বাদ উপজেলা পরিষদের সামনে থেকে জামায়ত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা একটি র্যালী বের করে উত্তর বাজার জামে মসজিদ প্রঙ্গনে গিয়ে শেষ হয়। পরে শশীগঞ্জ উত্তর বাজার বাইতুল আমান জামে মসজিদের চাঁদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার মহিউদ্দিনের সভাপতিত্বে রাসুল (স.) জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোঃ জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোস্তাক আহমেদ, তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ আব্দুর রব প্রমুখ। এসময় বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (স.) ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। রাসুলের সিরাত বলতে রাসুলের জীবনী বুঝানো হয়েছে। আজকের পৃথিবী যা কিছু ঘটছে তার কি নেই রাসুল (স.) জীবনীতে। তার জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল। পৃথিবীতে তার আদর্শ অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ৭:১০:০১ ১২ বার পঠিত | আলোচনা সভাঈদ-ই-মিলাদুন্নবীতজুমদ্দিনর্যালী