ষ্টাফ রিপোর্টার।।
চরফ্যাশন উপজেলা সদরের এতিমখানা মোড় এলাকায় রিয়াজ ভাঙ্গাড়ী স্টোর ও আইসক্রীম ফেক্টরীতে মঙ্গলবার সন্ধ্যার পর হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দোকান মালিকের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে আলীম মালতিয়াসহ নিদৃষ্ট ৬জন এবং অজ্ঞাত আরো ৪০-৫০জনকে আসামী করে রাতেই চরফ্যাশন থানায় এমন একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে এবং দোকান মালিক আবু মিয়ার ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডের আলিম মালতিয়ার নের্তৃত্বে ৪০-৫০জন দেশীয় অস্ত্র ধারালো দা, লোহার রড ও বাশের লাঠি নিয়ে তাদের ফেক্টরীতে ঢুকে গালমন্দ করে। দোকান মালিক আবু মিয়া গালমন্দ করতে নিষেধ করলে সকলে একত্রিত হয়ে আবু মিয়া ও তার ছেলে রিয়াজকে এলোপাথারী মারধর শেষে ফেক্টরী থেকে বের করে দেয়। এসময় তারা আইসক্রীম ফেক্টরীর মধ্যে থাকা ৫০টি ফ্রীজ, ২২ শত কেজি ওজনের তামা,১৮ হাজার কেজি লোহা, নয় হাজার কেজি ওজনের টিন, ২০টি অটোরিক্সার ১২ ভোল্ট ব্যাটারী, ১৪ টি মর্টার, ১২ শ কেজি ওজনের সিলভার যার বাজার মূল্য প্রায় ৫০লাখ ৬১হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দোকান মালিক আবু মিয়ার অভিযোগ, আলিম মালতিয়া তার আত্মীয় স্বজন বিএনপির প্রভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দখল করার পায়তারা করে আসছে। বিষয়টি স্থানীয় গন্যমান্যরা একাধিকবার মিমাংসার চেষ্টা করেন। আলিম মালতিয়ারা কাহারো কথা না শুনায় তিনি আদালতে দেওয়ানী মামলা করেছেন। মামলাটি আদালতে চলমান আছে।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ সঠিক নয় জানিয়ে আলিম মালতিয়া বলেন, আমরা পৈত্রিক সূত্রে এই জমির মালিক। মালিকানারা স্বপক্ষে আমাদের সকল কাগজ পত্র আছে। আওয়ামী লীগ ক্ষমতা আমলে প্রভাব দেখিয়ে এই জমি তারা জোরপূর্বক ভোগদখলে ছিলো।
চরফ্যাশন থানার ওসি মো.শাখাওয়াত হোসেন বলেন, এঘটনায় দু’পক্ষই লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ৯:৫৫:০২ ৮৬ বার পঠিত |