ভোলায় দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলায় দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।

 

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সাতজন হলেন মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ।

এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।
জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার চরসামাইয়া এলাকা থেকে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর  বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সন্ত্রাসী মিজানুর রহমান মিয়াজীর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে কোস্ট গার্ডের কাছে সাহয্য চাইলে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টা থেকে থেকে সোমবার ভোর পর্যন্ত চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজির বাড়ি, পালোয়ানের বাড়ি ও মিজি বাড়িতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানুর রহমান মিজান মিয়াজিসহ সাতজনকে ২৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটক সাতজন ও জব্দকৃত দেশীয় অস্ত্র এবং বিভিন্ন আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৮:০৭   ১২২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
দৌলতখানে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি, এলাকাজুড়ে চাঞ্চল্য
মেঘনার তীব্র ভাঙনে হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী
বিক্ষোভে উত্তাল ভোলাগাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদে
ভোলায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দুটি লঞ্চকে ৬০ হাজার টাকা জরিমানা
ভোলার ১৩টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত
বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
লালমোহনে বিভিন্ন কারখানায় অভিযান ভোক্তা অধিকারের
ঈদের স্পেশাল চাল বিতরণকে কেন্দ্র করে মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫।। নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

আর্কাইভ