
ভোলাবাণী।।চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশনের ঢাল চরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে । তাৎক্ষণিক সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন আরও ৭ জেলে।
শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে । তবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে এসব জেলেরা ঢাল চর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা ।
ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি নিয়ে আক্তার মাঝিসহ ১০ মাঝি মাল্লা সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার ঘাটে ফেরার পথে বৈরি আবহাওয়ার কারণে উত্তাল ঢেউয়ের তোড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও ৭ জেলে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার ছেড়ে গেছে।
চর মানিকা নৌ কন্টিনজেন্ট কমান্ডার মো সানোয়ার হোসেন জানান, ঘটনাটি জেনেছি। আমরা উদ্ধার অভিযানে যাবো।
বাংলাদেশ সময়: ২০:৫১:৫৫ ১১০ বার পঠিত |