সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের

প্রথম পাতা » জাতীয় » সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



 

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করছেন ড. ইউনূস

ভোলাবাণী ডেক্স।।সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি এমন একটি ব্যবসা যেটি নিজের টাকায় নিজে চলতে পারে। কিন্তু তা থেকে কোনো মুনাফা নেয়া যাবে না। এই ব্যবসা থেকে বিনিয়োগ ফেরত নেয়ার পরও তা চলতে পারে। নিজ নিজ এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা এমন আরও অনেক বিষয়ের ওপর এই ব্যবসা করা যেতে পারে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা পরিবেশ, শিক্ষাসহ যেকোনো বিষয়ের ওপর হতে পারে। এই ব্যবসা সফল হলে মূলধন উঠিয়ে নেয়া যায়। এরপর থেকে সেটি নিজে নিজেই চলতে পারবে। এছাড়া, এই ব্যবসার জন্য তহবিল গঠনের পরামর্শও দেন তিনি। সেই তহবিল থেকে সামাজিক ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তিদের বিনিয়োগ করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদশ ২য় বড় পোশাক রফতানিকারক দেশ।পোশাক শিল্পের ওপর দিয়ে অনেক চড়াই উত্তরাই গিয়েছে। তবুও এ শিল্প থেমে থাকেনি। শ্রমিক-মালিকদের মধ্যে সম্পর্ক উন্নত করা হবে। তা না করা গেলে সামনে এগুনো কঠিন হবে। এ সময় আইএলও কনভেনশনে স্বাক্ষর করার ওপরও জোর দেন তিনি।

এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না। এটিকে যাতে হারিয়ে না ফেলি। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বোই। আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাড়াতে চাই। যেটুকু সময় রয়েছি দল হিসেবে জকাজ করতে চাই। এ সময় সংস্কার একা সরকারের ওপর না ছেড়ে দিয়ে নিজ নিজ জায়গা থেকে সবার অংশগ্রহণের কথা বলেন তিনি।

বাংলাদেশ সময়: ৭:১৮:৪৩   ১০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
মধ্যরাতে হুইলচেয়ারে দেশে ফিরলেন আবদুল হামিদ
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : প্রধান উপদেষ্টা
মাতারবাড়ী অর্থনৈতিক অঞ্চলে দ্রুত উন্নয়নের তাগিদ প্রধান উপদেষ্টার
ভোলায় গ্যাস-সংযোগসহ ৬ দফা দাবিতে ফের আন্দোলনের ঘোষণা
দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত
ভোট হবে ঈদের মতো উৎসবমুখর: প্রধান নির্বাচন কমিশনার

আর্কাইভ