ভোলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।দেশের চলমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের ঐক্য এবং সর্বত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের করনীয় শীর্ষক জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত।

 

জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ ভোলা জেলা উত্তর

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন চিলি চাইনিজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা ইয়াছিন নবীপুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী।

এসময় অতিথিরা বলেন, জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়। জনগন অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায়না। বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে, সেই আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায়না জনগণ। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায় ছাত্র-জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে। ইসলাম সত্য ও সুন্দর দেশ গড়ার পক্ষে। সাধারন ছাত্র-জনতার আন্দোলরে পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভুমিকা ছিল গুরুত্বপূর্ন। আগামীতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের ভাগ্যের আমুল পরিবর্তন তথা ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।

 

ভোলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জেলা সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা,জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ ভোলা জেলা সহসভাপতি মাওলানা তাজউদ্দীন ফারুকী, ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ, তজুমদ্দিন জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক শায়খুল হাদীস মাওলানা মোসলেউদ্দিন ইসলামপুরী, পূর্ব-পাতাবুনিয়া পীর সাহেব মাওলানা মাহবুবুর রহমান ওসমানী, তুলাতুলী মাদ্রাসার মুহতামীম মাওলানা আমীর হোসেন, পশ্চিম পাতাবুনিয়া পীর সাহেব আহমদউল্লাহ তাহেরী, ইকরা বাংলাদেশ স্কুল এন্ড ক্যাডেট মাদ্রাসা ভোলা শাখার পরিচালক মাওলানা ইসরাফিল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ আব্বাছী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী, বাংলা বাজার ফাতেমা খানম মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, জেলা ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবু জাফরসহ প্রমূখ।

বাংলাদেশ সময়: ৭:০৮:১০   ৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত ॥
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
হামলা চালাতে ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেইরান ইসরায়েলে আক্রমণ শেষের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা
উপকূলে জুড়ে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

আর্কাইভ