ভোলায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪



আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।

ভোলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ভোলায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ পরিচালনায় সভায় জলদস্যূ নির্মুল, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুলচলাকালীন সময়ে শিক্ষার্থীদের আড্ডা, জ্বিনের বাদশা নির্মুল, ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে অপসারণ, ট্রাফিক কার্যক্রম গতিশীল করা, চলমান মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তার, থানার কার্যক্রম গতিশীল করাসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, সাংবাদিক আলামিন শাহরিয়ার, ইউনুস শরীফ, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মানব জমিনের জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, বনিক বার্তার জেলা প্রতিনিধি এইচএম জাকির, চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু,দৈনিক আজকালের খবর ভোলা প্রতিনিধি খলিল উদ্দিন ফরিদ, মনিরুল ইসলাম, বশির আহমেদ, মিজানুর রহমান, ইয়ামিন হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, ডিআইও-১ মীর খায়রুল কবিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, রাষ্ট্র গঠনে পুলিশ ভূমিকা অপরিসীম। ৫ আগস্টের আগে পুলিশ অন্যায়ভাবে একটি গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবেনা। পুলিশ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নাশকতা, সন্ত্রাস, মাদক নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করবে। সকলের ঊর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক এটাই আমরা প্রমাণ করব। যা এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি।

এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১২:৩১:৪৩   ৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত ॥
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
হামলা চালাতে ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেইরান ইসরায়েলে আক্রমণ শেষের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা
উপকূলে জুড়ে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

আর্কাইভ