নিরক্ষরতা দূর করে সুশিক্ষার মাধ্যমে আদর্শ জাতি গঠনে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে: জেলা প্রশাসক

প্রথম পাতা » প্রধান সংবাদ » নিরক্ষরতা দূর করে সুশিক্ষার মাধ্যমে আদর্শ জাতি গঠনে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে: জেলা প্রশাসক
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।রোববার ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা হচ্ছে আলো, মানুষের জীবনকে আলোয় আলোয় ভরিয়ে দেয় শিক্ষা। কাজেই যে কোন ভাবে শিক্ষার আলো দিয়ে সমাজ ও সভ্যতা থেকে অন্ধকার দূর করতে হবে। দেশের জনসংখ্যাকে শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। তিনি বলেন, এখনো যেসব এলাকায় নিরক্ষরতার অন্ধকার বিদ্যমান রয়েছে তা দূর করার জন্য আমাদের সকলকে প্রচেষ্টা চালাতে হবে। তিনি নিরক্ষরতা দূর করে সুশিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে সকলের প্রতি আহ্বান জানান। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষার গ-িতে ফিরিয়ে আনার আহ্বান জানান।

অন্যান্য আলোচকগণ বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় অনুযায়ী শুধু মাতৃভাষা নয় এর সঙ্গে অন্যান্য ভাষাও শিক্ষা দিতে হবে। আলোচকগণ সুশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। যে শিক্ষা একজন মানুষকে মনে প্রাণে সৎ আদর্শবান ও সুযোগ্য নাগরিক হিসেবে তৈরি করে। এজন্য শিক্ষার সামগ্রিক কার্যক্রম পাঠ্যসূচি বিন্যস্ত করে কর্মশিক্ষার প্রতি গুরুত্ব আরোপের আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যে শিক্ষা একজন শিশুকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর হোসেন র‌্যালি এবং আলোচনা সভায় অংশগ্রহণের জন্য সুধী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ৬:০৫:৫৮   ৫৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত ॥
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
হামলা চালাতে ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেইরান ইসরায়েলে আক্রমণ শেষের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা
উপকূলে জুড়ে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

আর্কাইভ