হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন
ভোলা-৩ আসনের সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রমের সাথে তজুমদ্দিন প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির শুভেচ্ছা বিনিময় হয়েছে। বৃহস্পতিবার রাতে লালমোহনে তার নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক ফখরে আজম পলাশ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সাইদুল হক মুরাদ, হেলাল উদ্দিন লিটন (নয়া দিগন্ত), মোঃ ফারুক, আকতার হাওলাদার ও আরিফ হোসেন প্রমুখ। এ সময় মেজর হাফিজ বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের সমস্যা ও অসংগতি প্রকাশ পায়। স্বৈরাচারেরমত আর সংবাদপত্রের গলা টিপে ধরা হবে না আপনারা সমাজের অবহেলিত মানুষ ও সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
বাংলাদেশ সময়: ১০:৪৪:২০ ৬৪ বার পঠিত |