নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগের হামলার প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় চরযমুনা সেবা সমিতির সামনে নীলকমল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নওরোজ বাবুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
এসময় নীলকমল ইউনিয়ন বিএনপি’র সভাপতি নওরোজ বাবুল বক্তব্যে বলেন, রোববার সকালে নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় দুলারহাট সদর থেকে বিক্ষোভ মিছিলটি নীলকমল ইউপি কার্যালয়ের সামনে গেলে চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের সদস্য ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের একদল আওয়ামী সন্ত্রাসীরা এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা করেন। বিষয়টি শুনে নীলকমল ইউনিয়ন বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মী নীলকমল ইউপি কার্যালয়ের সামনে অবস্থান করেন। এসময় বিএনপি’র নেতাকর্মীদের ওপর মরিচের গুরা, ইট মারতে শুরু করে লিখনের সন্ত্রাসী বাহিনী। পরক্ষণে তার বাড়ী থেকে বেড় হয়ে নারী-পুরুষরা মিলে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এতে নীলকমল ইউনিয়ন বিএনপি’ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুরুত্বর আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকা জনক।
তিনি আরো বলেন, নীলকমল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে। তিনি এসবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও বক্তব্যে নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিতি ছিলেন, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হোসেন মেম্বার, যুবদল সভাপতি মোঃ বাদশা কামাল, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ছাত্রদল সভাপতি মোঃ রজিম উদ্দিন, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সবুজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৫২:০৯ ১১৬ বার পঠিত |