মোঃ ছালাহউদ্দিন,ভোলাবাণী: মনপুরা প্রতিনিধি ॥
মনপুরায় শুক্রবার বাদ জুমা চরযতিন ২নং ওয়ার্ডের দত্তসোলা জামে মসজিদে সমাজের মুসল্লীদের সাথে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন খান এর আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা মসজিদ কমিটির সভাপতি আঃ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন খান। এনময় তিনি বলেন এই সরকার শক্ত হাতে সন্ত্রাস,জঙ্গিবাদ ধমন করে যাচ্ছেন। এলাকায় যাতে কোন ছাত্র-ছাত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। কেউ যদি এলাকায় কোন সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে সাথে সাথে পুলিশকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করেন। এসময় তিনি আরও বলেন ,সমাজে সকলকে মিলেমিশে বসবাস করতে হবে। একজনের বিপদে অন্য জন এগিয়ে আসতে হবে। সমাজে যেন কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে মুসল্লীদের নজর রাখতে হবে। পুলিশ জনগনের বন্ধু। আমরা সবসময় জনগনের খেদমতে কাজ করে যাচ্ছি। এসময় মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আঃ মান্নান মাষ্টার, এস.আই আঃ হাদি,এস.আই মোঃ হুমায়ন,এস.আ্ই মোঃ ইমরান, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধক্ষ ও মসজিদ ঈমাম মাও. আমিনুল ইহসান জসিম,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিনসহ মসজিদ কমিটির সকল সদস্য বৃন্দ ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:২৬ ৪৫৪ বার পঠিত |