শেখ হাসিনা পদত্যাগের পর পাল্টে গেছে চরফ্যাশনের চিত্র

প্রথম পাতা » চরফ্যাশন » শেখ হাসিনা পদত্যাগের পর পাল্টে গেছে চরফ্যাশনের চিত্র
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



---ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।

স্ত্রী পরিজন আর সন্তানদের খাবারের যোগান দিতে অটো রিক্সা, বোরাক, মটর সাইকেল আর টমটম নিয়ে রাস্তা বের হলেই দিতে হতো চাঁদা।  সারাদিন পরিশ্রমের পর চাঁদার টাকা দিয়ে বাকী টাকায় সংসার চালাতে কষ্ট  হতো। কিন্ত শেখ হাসিনার পদত্যাগ এবং অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামীলীগ দলীয় সে সব চাঁদাবাজরা পালিয়ে গেছে। ফলে এখন আর এসকল যানবাহন মালিকরা সড়কে নেমে চাঁদা দিতে হয় না।

চরফ্যাশন বাজারে আগত অটো রিকশা চালক জামাল, সইজুদ্দিন, কামাল  অভিযোগ করে বলেছেন, আমরা ছোট বাহন চালাই, এমনিতেই আমাদের আয় কম । তা থেকে চাঁদার টাকা দিলে সংসার চালাতে কষ্ট হতো। মাঝে মধ্যে ভাড়া না পেলে চাঁদার টাকা দিতে পারতাম না তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে চাবি কেড়ে নিয়ে যেতো। এক টমটম মালিক বলেন, মাঝে মধ্যে এমনও হয়েছে, ভাড়া যা পেয়েছি চাঁদার টাকা দিয়ে খালি হাতে বাড়ি গেছি সংসার এবং সন্তানদের জন্য কিছুই নিতে পারিনি। সরকার হাইওয়ে সড়কে সেতু ব্যতিতে  সড়কে  যানবাহন থেকে চাঁদা উত্তোলন নিষিদ্ধ করলেও আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীরা সরকারের সেই নির্দেশনাকে পাত্তাই দেয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে সড়কে চাঁদা বাজি বন্দ হওয়ায় এসকল পরিবহন মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সামরাজসহ একাধিক মাছ ঘাটের আওয়ামীলীগ এবং  বিএনপি সমর্থিত আড়ৎ মালিকরা জানান, বিগত সাড়ে পনের বছর আওয়ামীলীগের কিছু ব্যবসায়ী চরফ্যাশন উপজেলার মাছ ঘাট গুলোতে প্রভাব দেখিয়ে ব্যবসা পরিচালনার কারনে বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা ব্যবসায় নিষ্ক্রিয় ছিলেন।  আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি সমর্থিত ব্যবসায়ীরাও  স্বাচ্ছন্দে তাদের ব্যবসা পরিচালনা শুরু করেছেন।

বুধবার সরেজমিনে উপজেলার কয়েকটি মাছ ঘাট ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানাগেছে,শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর  নিজেদের অপকর্ম বিবেচনায় আওয়ামীলীগের কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেলেও  অধিকাংশ আওয়ামীলীগ এবং বিএনপি দলীয় ব্যবসায়ী এখন সমান তালে তাদের ব্যবসা পরিচালনা করছেন। চরমাদ্রাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামরাজ মাছ ঘাটের ব্যবসায়ী ফখর উদ্দিন শাহীন মালতিয়া জানান, আওয়ামীলীগ ক্ষমতামলে দলীয় নেতাকর্মীদের প্রভাবের কারণে জেলেরা বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের গদিতে মাছ দিতে পারতো না। একারণে এতো বছর তারা ব্যবসায় অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। এখন ঘাটে অবস্থানকারী আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা একযোগে তাদের নিজ নিজ ব্যবসা পরিচালনা করছেন। আওয়ামীলীগ সমর্থিত ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া বলেন, যারা অপকর্ম করেছে তারা পালিয়েছে  আমরা যারা এখন এই ঘাটে ব্যবসা করছি আমরা কাউকে বাঁধা দেইনি আমাদেরকেও  ব্যবসায় কেউ বাধা দিচ্ছেনা। বিএনপি সমর্থিত ব্যবসায়ী শাহাবুদ্দিন চৌধুরী বলেন, আওয়ামীলীগের লোকজন দেশের যে ক্ষতি করেছে তার কারনে আজ তারা শান্তিতে নেই, পালিয়ে বেড়াচ্ছে। আমরা তা করবো না। ঘাটে বিএনপি আওয়ামীলীগ সবাই ব্যবসা করবে। ইউনিয়নের কিছু নেতাকর্মী আওয়ামীলীগ সমর্থিত কিছু ব্যবসায়ীর দোকান বন্ধ করতে এসেছিলো কিন্তু আমরা তা করতে দেইনি। ছাত্রদল নেতা রাজ্জাক হত্যাকারী লোকমানের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া এই ঘাটের সব ব্যবসা প্রতিষ্ঠান চলমান আছে। লোকমান চাঁদা বাজী মামলায় বর্তমানে জেলে আছে।

আওয়ামীলীগের সময়ে যারা ঘাটে চাঁদাবাজি করতো সে সকল চাঁদাবাজরা পালানোর কারণে মাছ ঘাটগুলোতে এখন আর চাঁদাবাজি নেই বলেও জানান ব্যবসায়ীরা।

 

বাংলাদেশ সময়: ১৩:২০:৩৪   ৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গ্রেফতার
চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
চরফ্যাশনে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ উদ্ধার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চরফ্যাশনের রাকিব ও সিয়ামের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা
সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
চরফ্যাশনে পৃথক ঘটনায় নিহত-৩
চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ
চরফ্যাশনে মাছ ধরার ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ
চরফ্যাশনে বিএনপির সন্ত্রাস বিরোধী গণমিছিল

আর্কাইভ