ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর পালিয়েছেন চরফ্যাশন উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। তাদের অনুপস্থিতির অজুহাতে সচিবসহ সংশ্লিষ্টরা ইচ্ছেমতো পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন।একারণে সরকারী সেবা গ্রহনের জন্য ইউনিয়ন পরিষদে আসা লোকজন ভোগান্তিতে পড়ছেন।সচেতন মহল ইউনিয়ন পরিষদ গুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে জনসেবা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।গত বুধবার এবং বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ ঘুরে পরিষদগুলো তালাবদ্ধ পাওয়া গেছে। তবে কয়েকটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা উপস্থিত থাকলেও তারা জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বাক্ষরের জন্য সেবা নিতে আসা লোকজনকে তারা সেবা দিতে পারছেন না।
যোগাযোগের জন্য ফোন দিলেও চেয়ারম্যানরা ফোন রিসিভ না করায় এবং অনেকের ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য জানাযায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে নীলকমল ইউপি চেয়ারম্যান উপস্থিত আছেন।। বাকী সব ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪৯:০৩ ৫৩ বার পঠিত |