ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক সংসদ সদস্য পার্থ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক সংসদ সদস্য পার্থ
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।

ভোলায় নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ভোলা -১ আসন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা থেকে ভোলায় ইলিশা লঞ্চঘাটে আসলে বিজেপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

 

ভোলায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত  সাবেক সংসদ সদস্য পার্থ

আন্দালিব রহমান পার্থের আগমনে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতা-কর্মী ঘাটে এসে জড়ো হয়। ব্যারিস্টার পার্থ ঘাটে এসে পৌছালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে। লঞ্চ থেকে নেমে হোন্ডার বহর তাকে উকিলপাড়া নিজ বাস ভবনে নিয়ে আসার সময় পথে পথে দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হন আন্দালিব রহমান পার্থ।

পরে উকিলপাড়া শান্তনীড়ে নিজ বাস ভবনে এসে পৌঁছান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের পরে ভোলায় এটি তার প্রথম সফর।

এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন ঘটেছে। এই আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফেরাত কামনা করেন এবং স্বৈরাচারী সরকার পতনে ভোলাবাসী ও ছাত্র-জনতাকে অভিনন্দন জানান।

তিনি সরকার পতনের সুযোগে যদি কেউ কোন অত্যাচার, জুলুম করে তার ঠাঁই এই ভোলাতে হবে না বলে সবাইকে হুশিয়ার করেন।

এসময় তিনি আরও বলেন, ১৭ বছর বাংলাদেশের মানুষের বুকের উপর এমনভাবে চেপে বসেছিলো যার ফলে মানুষের নিশ্বাস নেয়া বন্ধ হয়ে গেছিলো। প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলেই

শুধু মাত্র রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করতো। সেটা করতে করতে কোমলমতি শিশুদের যখন রাজাকার ট্যাগ দেওয়া শুরু করছে শিক্ষার্থীদের সেই আন্দোলনের চাপ আর নিতে পারেনি। তাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে স্বৈরশাসক।

এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরক শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তাদের রক্তের বিনিময় আমরা যে সরকার পেয়েছি সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকান্ড সেই শহীদদের যেন কলুষিত না করে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এসময় আন্দালিব রহমান পার্থ আরো বলেন, ১৭ বছরে বাংলাদেশর মানুষ অনেক অত্যাচার-নির্যাতনসহ করেছে। ৩শ আসনে ৩০০টা জল্লাদ তৈরি হয়েছে। এমন কোন অপকর্ম নাই, আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের এমপিরা করে নাই।

এসময় তিনি বলেন, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরী। আজকে আওয়ামী লীগ সরকারে পতন আমরা করি নাই। আওয়ামী লীগ সরকারের পতন করেছে স্বয়ং আল্লাহ তায়ালা। আল্লাহ অহংকারী, দম্ভকারীকে পছন্দ করে না। আজকে মহান আল্লাহ তাহালা এই শিক্ষা দিয়ে দিয়েছেন। এখন থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে।

এসময় বিজেপি চেয়ারম্যান পার্থ আরো বলেন, এখন ডক্টর মুহাম্মদ ইউনুস সরকার এসেছে। আমরা এই সরকারের পাশে আছি। আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যতো সময় দরকার আপনি নিন। আমরা আপনার পাশে থাকবো। একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন জল্লাদে রুপান্তর না হই।

তিনি বলেন, আজকে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে কোন দুর্বল মানুষের উপর প্রতি যেন অত্যাচার না করি। এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। অন্যায় করলে এই বিচার কিন্তু আমাদেরও হবে এই বাংলার মাটিতে। আমি সবাইকে বলবো অত্যাচারীর কোন জায়গা ভোলার মাটিতে ঠাই হবেনা। সেটা ভোলার যেকোন আসনই হোক না কেনো।

আমি আশা করি খুব শীঘ্রই মানুষের ভোটের অধিকার ফিরে আসবে। মানুষ ভোট দিয়ে তার পছন্দের নেতা বানাবে। মনে রাখবেন এটা আমাদের ক্ষমতা নয়, এটা আমাদের দায়িত্ব।

আমরা ১৭ বছর অত্যাচারীত হয়েছি। আমরা যেনো আর নিজেদের দ্বারা অত্যাচারীত না হই। যারা অত্যাচার করে তাদের জন্য আল্লাহর খজব নাজিল হয়।

আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা এখনো ক্ষমতায় আসিনি তবে ভোলার জন্য যা করা দরকার করবো। ভোলার গ্যাসের বিষয়টি নিয়ে আপনারা ভাববেন না এটা আমি দেখবো। জ্বালানি উপদেষ্টাসহ অন্য যারা আছে, সবার সাথে কথা বলবো। আশাকরি ভোলার গ্যাসের সমস্যা অচিরেই সমস্যার সমাধান করা হবে।

এসময় তিনি সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর ১৭ বছরের ক্ষমতার প্রসঙ্গ টেনে বলেন, তোফায়েল আহমেদ ও তার পরিবার এমন কোন অন্যায় নাই যে করেনি। এসময় তিনি তোফায়েল আহমেদকে ইঙ্গিত করে বলেন, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক ভালো। আজকে ভোলার রুপকার নাজিউর রহমন এর সন্তান ভোলাতে, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ছেলে ভোলাতে। অথচ আপনার বংশধররা বোরকা পড়ে পালিয়ে গেছে। আমার বাড়ি আগুন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনার বাড়ীতে একটা ইটও পড়েনি, আমাদের আর আপনাদের পার্থক্য এখানেই। আমার বাবার কবরের পাশে গিয়ে কুটু কথা বলেছেন। অথচ আজকে আপনি তোফায়েল আহমেদ পলাতক। এটাই আল্লাহর বিচার।

আপনার আত্মীয়-স্বজনরা এমন কোন অন্যায় নেই যে করেনি। আজ তারা কোথায়?

সাবেক এই এমপি বলেন, আপনি আওয়ামীলীগকে বিক্রি করে যা ইচ্ছে তা করেছেন। আজ এ দেশের মানুষ জানে আপনি হত্যাকারীর দোষর। আজ আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আপনার পরিবার যা অন্যায় করেছে তার বিচার এই ভোলাতে হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এই আওয়ামী লীগকে বর্তমানে মানুষ নব্য রাজাকার বলে। যাদের হাতে রক্তের লাল দাগ মাছুম শিশু থেকে আরম্ভ করে রিকশা-আলা, ফেরিওয়াল, দোকানদার, সাধারণ গৃহিণী এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই।

ভোলাতে এমন দৃষ্টান্ত স্থাপন করবো যেনো আগামীতে কেউ যেন মানুষের ক্ষতি করা, বাড়ি ঘর লুট করা, মানুষের মহিষ খেয়ে ফেলা, জমি খেয়ে ফেলার সাহস করতে না পারে।

আমরা সবাই আওয়ামী লীগের এই পতন থেকে যেন শিক্ষা নেই। আমরা যেন বুঝি ক্ষমতা আমাদের কাছে আমানত। আমরা যেন অহংকারী না হয়ে উঠি। দুর্নীতিবাজ না হয়ে উঠি। আল্লাহ তায়ালা ক্ষমতার দিক বা না দিক আওয়ামী লীগের মতো যেন অসম্মান না করে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র প্রেসিডিয়াম সদস্য মোঃ ইমন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র ভোলা জেলার সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, পলিটিক্যাল সেক্রেটারি জুয়েল আসিফ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র ভোলা সদর সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মিয়া, যুব সংহতি জেলার আহবায়ক নুরে আলম ছিদ্দিকি টিটু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির এর আহবায়ক গোলাম হোসেন, জাতীয় ছাত্র সমাজের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন সরদার, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক মানষ ঘোষ শান্ত, যুগ্ম আহবায়ক মো: হোসেন, জাতীয় ছাত্র সমাজ এর জেলার যুগ্ম আহবায়ক ইমরোজ আলম টিমনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৮:২৭:৪৭   ৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় আছিয়ার মৃত্যুতে দোষীদের শাস্তির দাবীতে মহিলা দলের মানববন্ধন
নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
মনপুরায় এক নারীকে রাতভর গণধর্ষণ পুলিশের অভিযানে দুই যুবক আটক
পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবেআমরা যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা
ভোলায় ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ভোলা-নোয়াখালী-চট্টগ্রামের সাথে আবারো চালু হচ্ছে জাহাজ সার্ভিস
সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
১৬ মার্চ : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ