চরফ্যাশন প্রতিনিধি ॥ভোলাবাণী।। চরফ্যাশন পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আলমগীর হুসাইন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে তিনি পৌরসাভার এ দায়িত্ব নেন।
প্রশাসক মো. আলমগীর হুসাইন বলেন, সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসভার নাগরিকরা যেনো তাদের অধিকার বঞ্চিত না হয় এবং পৌরসভার সকল কার্যক্রম স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করা হবে। পৌরবাসীর ট্যাকসের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। পৌরবা নাগরিকদের সঙ্গে নিয়ে সকল সেবা বাস্তবায়ন করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে। কাজে যেনো কেউ ফাঁকি না দেয় সেই দিকেও সকলে সচেতন থাকতে হবে।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.শামিম হাসান। চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,কাউন্সিলর আকতারুল আলম শামু,রিজওয়ানা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সোমবার (২০ আগস্ট) অন্তর্বর্তী সরকার দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করলে পৌরসভার এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১:০০:৪০ ৯৬ বার পঠিত |