মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।। শিক্ষার্থীদের রাস্তাঘাটে আড্ডা না দিয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে মান সম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
রবিবার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম,এ) মাদ্রাসার অনার্স ভবনে আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরন ও ছবক অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতি এ আহবান জানিয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহকারি অধ্যপক মাওলানা মো. আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা মো. নাসির উদ্দিন, সহকারি অধ্যাপক মোস্তফা কামাল ও ইয়াহিয়া ইসলাম মনির ও প্রভাষক শামীম সর্দার, প্রভাষক জাহিদুল ইসলাম, আলীগাঁও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নুরুদ্দিন ,সুপার মাওলানা মো. আবুল কালাম ও মাওলানা মো.ফারুকুল ইসলাম, সুপার মাওলানা আবুল কালাম, সুপার মাওলানা আইয়ুব আলী ও মাওলানা মাহাবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মোছলেহ উদ্দিন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক এবং নতুন এবং পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:২৪ ১২৯ বার পঠিত | কারামাতিয়া কামিল মাদ্রাসাচরফ্যাশননবীন বরণ