সহসাই আর ফিরছেনা শাকিব খান

প্রথম পাতা » ঢালিউড » সহসাই আর ফিরছেনা শাকিব খান
রবিবার, ১৮ আগস্ট ২০২৪



 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান

ভোলাবাণী বিনোদন ডেক্স।।‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ সাফল্যের পর ‘বরবাদ’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরার কথা ছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের। কিন্তু সহসাই আর ফেরা হচ্ছে না!

‘বরবাদ’-এ শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার ইধিকা পাল, যিনি এর আগে এই নায়কের সঙ্গে ‘প্রিয়তমা’ তে অভিনয় করে দুই বাংলার ‘প্রিয়তমা’ তকমা কুড়িয়েছেন।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে থমকে গেলো পুরো দেশ। দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অনুভব না করায় এখনও কেউই শুটিং শুরু করতে পারছেন না বলেই খবর। ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে টালমাটাল। সব মিলিয়ে ‘বরবাদ’ ইউনিট সহসা নামছে না শুটিংয়ে।

দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। এই বিষয়ে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, ‘এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না।’

জানা গেছে, ২৬ বা ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব খান। বিশ্রাম নিয়েই আবার ছুটবেন কলকাতায়। সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে! কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।

বাংলাদেশ সময়: ১৮:১২:০০   ৮৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢালিউড’র আরও খবর


সহসাই আর ফিরছেনা শাকিব খান
পান্না কায়সারের চরিত্রে মিম
ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া আহসান
প্রযোজকের বিরুদ্ধে মাহির অভিযোগ
ফেরার অপেক্ষায় নুসরাত ফারিয়া
অবশ্যই প্রেমে পড়তে চাই- নুসরাত ফারিয়া
স্ত্রীর চরিত্রে মিমশহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা
স্বামী-সন্তান নিয়ে সুন্দর জীবন কাটাতে চাই: অপু
সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে নায়িকা চরিত্রে জয়া আহসান
এবারও কোরবানি দিলেন মিম

আর্কাইভ