চরফ্যাশন অফিস।।ভোলাবাণী।।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত হয়েছে।
শুক্রবার মাগরিবের নামাজ শেষে চরফ্যাশন উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে শতশত নেতাকর্মীর উপস্থিতিতে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,উপজেলা যুবদলের সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,যুবদল সম্পাদক শহিদুল ইসলাম দুলালপ্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১:০৪:২১ ৯১ বার পঠিত |