ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮.৩০টায় ভোলা-চরফ্যাসন সড়কের বোরহানগন্জ বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাজী মোঃ সিরাজুল ইসলাম (৬৫) বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে।
বোরহানউদ্দিন থানা–পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলাম বাসা থেকে সাইকেলে বোরহানগন্জ যাইতেছিলেন। তখন ভোলা থেকে চরফ্যাশন গামী একটি দ্রতগামী এম্বুলেন্স তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। বোরহানউদ্দিন থানার এস আই মোঃ মনির জানান, এম্বুলেন্স চালক মোঃ মেহেদী কে আটক করা হয়। আইনি প্রক্রিয়া চলমান আছে।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাব্বারুল ইসলাম বলেন, এম্বুলেন্স জব্দ ও চালক আটক আছে, মামলার বিষয় প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ৯:৩৯:৫৮ ৭১ বার পঠিত | এ্যাম্বুলেন্সবৃদ্ধের মৃত্যুবোরহানউদ্দিন