স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাক-কর্মীদের বিচারের দাবিতে ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি জাকির হোসেন মনির, মীর মোস্তাফিজুর রহমান রনি, লুকু চৌধুরী, যুগ্ন সম্পাদক কামাল মোল্লা, দপ্তর সম্পাদক এইচ আর সুমন প্রমুখ। এছাড়াও সেচ্ছাসেবক দলের জেলা, সদর উপজেলা , পৌর, বিভিন্ন ইউনিয়নের সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। সেই সঙ্গে শেখ হাসিনার দোসরদেরও বিচারের আওয়াতায় আনার দাবি করেন তারা।
ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়েছে, তবে এখনো তার দোসররা দেশের মাটিতে বসে অরাজকতা করছে। তাই তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কোনোভাবেই যেন তারা পালিয়ে যেতে না পারে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ সময়: ৯:৩৪:১৮ ৮৬ বার পঠিত |