চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ সমাবেশ, জনসেবা অব্যাহত রাখার আহবান

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ সমাবেশ, জনসেবা অব্যাহত রাখার আহবান
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



চরফ্যাশন অফিস।।ভোলা বাণী।। বিএনপি’র তিন দিনের কর্মসূচি হিসেবে চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার নেতৃত্বে গতকাল বুধবার উপজেলার শিবা চৌমহনী ,রৌদ্রের হাট বাজার, দুলারহাট থানা সদর ও হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে  হয়েছে।

 

চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ সমাবেশ,

চরফ্যাশন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।
সকালে নীল কমল ও নুরাবাদ বিএনপির যৌথ আয়োজনে  উপজেলার দুলারহাট বাজার বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ভোটার বিহীন নির্বাচনে যে সব কুলাঙ্গাররা উপজেলা , ইউনিয়ন পরিষদ এবং পৌর মেয়র হয়েছেন তাদেরকে অপসারন করতে হবে না হয় দেশের জন সাধারণ ছাত্রদেরকে সঙ্গে নিয়ে  তাদের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরই নিজেদের কৃতকর্মের কথা স্বরণ করে চরফ্যাশনের আওয়ামীলীগ দলীয় উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রসহ অনেক জনপ্রতিনিধি পালিয়ে গেছেন । এতে জনসেবা বিঘ্নত হচ্ছে।

তিনি আওয়ামীলীগের দুঃশাসনে অতিষ্ট এসব জনপ্রতিনিধিদের আর মেনে নেবেনা উল্লেখ করে স্থানীয় সরকার আইন অনুযায়ী উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌর সভায় নতুন চেয়ারম্যান প্যানেল তৈরি করে জনসেবা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
শিবা চৌমহনী বিক্ষোভ সমাবেশে সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাবিব হাওলাদার, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খালেক পাটোয়ারী ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মোঃ ইউসুফকে বহিস্কার করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপরান মহাজন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামছুদ্দিন কাউছ, উপজেলা যুব দল সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,উপজেলা ছাত্র দলের আহবায়ক আলী মুর্তজা, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নওরোজ বাবুল এবং আহাম্মদ পুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী ফিরোজ কিবরিয়া, দুলারহাট থানা যুবদলের সভাপতি মোঃ সুমন মেম্বার ও সাধারণ সম্পাদক মোঃ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:২৫   ২১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গ্রেফতার
চরফ্যাশনে ছাত্রদল নেতা রাজ্জাক হত্যার ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
চরফ্যাশনে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ উদ্ধার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চরফ্যাশনের রাকিব ও সিয়ামের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা
সিরাতুন্নবী (সা:) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
চরফ্যাশনে পৃথক ঘটনায় নিহত-৩
চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ
চরফ্যাশনে মাছ ধরার ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ
চরফ্যাশনে বিএনপির সন্ত্রাস বিরোধী গণমিছিল

আর্কাইভ