ভোলায় হিন্দুদের মন্দির পরিদর্শনে গেলেন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় হিন্দুদের মন্দির পরিদর্শনে গেলেন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা ও হিন্দু বাড়ীতে ভাংচুরের গুজব ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় ভোলার হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ও তাদের খোঁজ খবর নিতে গেলেন ভোলা জার্নালিস্ট ফোরামের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

 

ভোলায় হিন্দুদের মন্দির পরিদর্শনে গেলেন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ

সোমবার (১২ই আগস্ট) বিকালে ভোলা শহর ও বাপ্তায় বিভিন্ন মন্দির পরিদর্শন করে ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, আমরা আন্তরিক ভাবে জার্নালিস্ট ফোরাম নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের খোঁজ খবর নিতে আসায়। বাপ্তা মন্দিরের সাধারণ সম্পাদক বেনু বলেন, আমরা খুব শান্তিতে আছি। ভোলায় কোথাও হিন্দুদের ক্ষতি হয়নি।

অনুজ কাহালী রোড মন্দিরের সভাপতি প্রশান্ত রায় বলেন, ৫ই আগষ্টের পর জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বিএনপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে খোঁজ নিয়েছে। ভোলায় কোন ধরনের সমস্যা নাই, আমরা সবাই মিলেমিশে আছি।

ভোলা কালিবাড়ী রোডস্থ মন্দিরে পুরোহিত জয়পাল চ্যাটাজী বলেন, ভোলায় কোথাও মন্দিরে হামলা হয়নি। আমরা হিন্দুরা ভালো আছি।

ভোলা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানোষ ঘোষ শান্ত বলেন, ভোলায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ কে আমরা কৃতজ্ঞতা। তারা আমাদের পাশে এসে দাড়িয়েছে। ভোলায় কোন ধরনের সমস্যা হয়নি। আমরা ভালো আছি।

তিনি আরো বলেন, আমরা সংখ্যালঘু নয় আমরা সনাতন ধর্মাবলম্বী। এ জনপদে হিন্দু-মুসলিম সবাই সব সময় এক সাথে চলে আসছি ভবিষ্যতে ও চলবো।

এ সময় উপস্থিত ছিলেন জার্নালিস্ট ফোরাম ভোলা সভাপতি শাহীন কাদের এলএলবি, সিনিয়র সহ-সভাপতি এম শাহরিয়ার ঝিলন, সহসভাপতি ইলিয়াস চৌধুরী, কাজী মহিবুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, যুগ্ম সম্পাদক মঞ্জু ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেনসহ ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:০৯:২৯   ১৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
৭৫ আসনে পরিবর্তন চেয়ে ৬০৭ আবেদনজাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসছে ইসি
খাঁচায় মাছ চাষে ফিরছে সুদিন
ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নারী যাত্রীর নদীতে ঝাঁপ: পরিচয় ও সন্ধান মিলেনি এখনো
পরিবারের দাবী পরিকল্পিত হত্যামনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মরিয়া ইরান তছনছ ইসরাইল

আর্কাইভ