৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৮চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি
রবিবার, ৪ আগস্ট ২০২৪



চরফ্যাশনের সাগর মোহনায় ট্রলার ডুবি

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলার চরফ্যাশন সাগরের মোহনায় ঢালচের শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবি গেছে। এতে ট্রলারে থাকা ৫জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ৮ জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি। বিশষটি নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

এসময় তিনি জানান, গত এক সপ্তাহ আগে বৈরি আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস ঘাট থেকে দুলাল চৌকিদার এর একটি ধরা জালের ট্রলার করে ১৩ জেলে মাছ ধরতে যায় সাগর মোহনায়। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।

এতে ট্রলারে থাকা ১৩ জেলে ও মাঝি নদীতে পড়ে যান। পরে রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে অন্য জেলেরা। বাকি ৮ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন, ১. নুর আলম (৩০), পিতা: সেলিম, সাং নুরাবাদ ৮নং ওয়ার্ড ২. কবির (৩২), পিতা: মো: হোসেন, সাং ৮নং ওয়ার্ড ৩. শাহে আলম মোল্লা (৫০), সাং নুরাবাদ ৯নং ওয়ার্ড ৪. মো: বেল্লাল (৫০), পিতা: গনি মৃধা, আহম্মদপুর ৯নং ওয়ার্ড ৫. ছাদেক মাল (৬০), পিতা: জলিল মাল, আহম্মেদপুর ৯নং ওয়ার্ড ৬. সবুজ (৪০), পিতা: তাজুল মাল, সাং আহম্মেদপুর ৯নং ওয়ার্ড ৭. মো: হোসেন মাঝি (৫০), পিতা: নুরুল হক মাতাব্বর, সাং আহম্মেদপুর ৭নং ওয়ার্ডে ৮. জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫),পিতা: শাহে আলম সাং আহম্মেদপুর ৯ নং ওয়ার্ডে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন :-১. দুলাল মাঝি ( ৪০), পিতা: মহাসিন মাঝি, সাং আহম্মেদপুর ৭নং ওয়ার্ড ২. নাজিম (৪৪), পিতা: হাফেজ আহমেদ, সাং নুরাবাদ ৯নং ওয়ার্ড ৩. সুমন (৩৮), পিতা: আ: রব মুন্সি, সাং নুরাবাদ ৮নং ওয়ার্ড ৪. শাহিন ( ২৫), পিতা: হাশেম মৃধা, সাং আহম্মেদপুর ৯নং ওয়ার্ড ৫. মনির (৩৩), পিতা: মো: মোশারফ হোসেন, সাং নুরাবাদ ৮নং ওয়ার্ড এরা জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আহম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, গত শুক্রবার ধরাজালের একটি ট্রলার নিয়ে সাগরমোহনার শিবচর এলাকার ১৩ জন জেলে মাছ ধরতে যান। ২ আগষ্ট শুক্রবার রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও আট জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া পাঁচ জেলে রাতেই তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। আর নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার আরো জানান, আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে বলে আশাকরি। এছাড়া স্থানীয় মৎস ব্যবসায়ীরাও তারা নিজস্ব ভাবে নিখোঁজ জেলেদের খুজঁতে বের হয়েছে বলে জানান।

বাংলাদেশ সময়: ৮:৪৫:৪৩   ৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


পদত্যাগে রাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
স্বস্তিকার পোস্ট দেখে হতবাক ভক্তরা
আঙুলের ছাপ আল্লাহর বিস্ময়কর সৃষ্টি
ভোলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন নৌবাহিনীর প্রধান
বুর্জ আজিজি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার
মনপুরার মেঘনা নদীতে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার
ভোলা জেলা পুলিশের ইতিহাস বই এর মোড়ক উন্মোচন
ভোলায় দলিল টেম্পারিং করে নামজারী করায় সহকারী শিক্ষককে আটক, মুচলেকা দিয়ে মুক্তি
দৌলতখানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলায় ২ জলদস্যু আটক

আর্কাইভ