ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। গেল একমাস আগে আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছিল বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাকিমুউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে আটক করে। আটককৃত মাদক কারবারি ঢাকা থেকে তাসরিফ ১৪ লঞ্চযোগে ভোলায় আসছিল। এর ২ মাস আগে বোরহানউদ্দিন থানার পুলিশ ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে আটক করেছিল। পুলিশ বলছে, তারা শ্যালক-দুলাভাই একত্রিত হয়ে মাদক ব্যবসা করে। তবে এই বিপুল পরিমাণ মাদক আলাউদ্দিন কোথায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে এনেছিল তার বিস্তারিত কোনো তথ্য পুলিশ সাংবাদিকদের নিশ্চিত করতে পারেনি।
বাংলাদেশ সময়: ২০:৪৪:০৪ ৬৩ বার পঠিত | আটকইয়াবাবোরহানউদ্দিনমাদক কারবারি