জেলেদের সুরক্ষা ও প্রাণহানীর ঝূঁকি কমাতে ভোলায় জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়া বিতরন

প্রথম পাতা » এক্সক্লুসিভ » জেলেদের সুরক্ষা ও প্রাণহানীর ঝূঁকি কমাতে ভোলায় জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়া বিতরন
রবিবার, ৭ জুলাই ২০২৪



ভোলায় জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়া বিতরন

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জেলেদের সুরক্ষা ও প্রাণহানীর ঝূঁকি কমাতে ২১০টি নৌকার ২ হাজার ১০০জন জেলের মাঝে লাইফ জ্যাকেট ও ৪২০টি বয়া বিতরন করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের মাঝে জীবন সুরক্ষা সামগ্রী তুলে দেন।

ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজন লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপূর্ন আবহাওয়ার সময় প্রানহানির ঝুঁকি কমাতে উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকা গুলিকে জীবনরক্ষকারী সামগ্রী প্রদান ও ব্যাহার বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রাইহান, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর কো-অর্ডিনেটর মো. হেলাল উদ্দিন প্রমুখ।

আয়োজকরা জানান, নদী ও সাগরগামী জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে ভোলা সদর উপজেলার ৫টি ইউনিয়নে (ভেদুরিয়া, ভেলুমিয়া, শিবপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা) ২১০টি নৌকার অনুকূলে (প্রত্যেক নৌকায় ১০ জন করে জেলে) ২ হাজার ১০০ জেলের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক নৌকার জন্য ৫টি করে লাইফ জ্যাকেট ও দু’টি করে বয়া প্রদান করা হয়।

 

ভোলায় জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করছেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

এসময় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, ভোলা নদী মাতৃক এলাকা। এই জেলার একটি বড় অংশ সাগরে ও নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। একই সাথে ইলিশ মাছ ধরে দেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখছে। কিন্তুু জেলে নৌকা ও ভেটে পর্যাপ্ত জীবন সুরক্ষা সামগ্রী না থাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় মাছ ধরতে গিয়ে নৌ-দুর্ঘটনার শিকার হয়ে অনেক জেলে নিখোঁজ হয়। কারো সাগরে শরীর সমাধি হয়। কিন্তু সেই ঝুঁকি মোকাবিলায় জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট, বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলারডুবিতে শরীর সমাধি হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে প্রকৃত জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়। এতে ওই জেলেরা নিরাপদে সাগর বা নদীতে মাছ শিকার করতে পারবেন ও দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবেন বলে জানান।

উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে গত ৪বছর ধরে ভোলা জেলায় ৯টি ইউনিয়নে।

৪হাজার নৌকায় ৫০ হাজার জেলের মাঝে এই সুরক্ষা সামগ্রী হিসেবে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করেন। এর মাধ্যমে জেলেরা সাগরে ও নদীতে নিরাপদে মৎস আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে বলে জানান।

বাংলাদেশ সময়: ৯:২৯:৪৮   ১১৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করবো : আজাদ জাহান
ভোলায় ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
চলতি বছর ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা
বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে চীন ভারতের মুখোমুখি অবস্থান পর্ব- ২
ভোলায় সুলভমূল্যে দুধ-মাংস-ডিম বিক্রয় উদ্বোধন
বোরহানউদ্দিনে মাদক কারবারীর হামলায় পুলিশের এ.এস.আই গুরুতর আহত
ভোলায় বাজার মনিটরিংয়ের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার
অসহায় বিধবা নারীকে পাকাঁ ঘরের চাবি তুলে দিলো নিজাম-হাসিনা-ফাউন্ডেশন
ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব
পাঁচ দফা দাবিতে ভোলায় গন‌অধিকার পরিষদের বিক্ষোভ

আর্কাইভ