
স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। জেলার সদর উপজেলায় ৪ হাজার ৫৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।
রোপা আমান ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৮৫০ কৃষক ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রেমালে ক্ষতিগ্রস্ত ১৭০০ কৃষকের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়।
আজ ০২/০৭/২৪ তারিখ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।
অনুষ্ঠানের প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৫ ১৪৪ বার পঠিত |