
ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। পাঁচ দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর, ফাইনাল আগামী ২১ জুলাই। এই টুর্নামেন্টের খেলতে আজ বিকেলে দেশ ছেড়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটের অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এ জন্য ক্রিকেটবোদ্ধাদের একটি অংশ বোর্ডের নীতিকে দুষছেন।
ক্রিকেটারদের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সহজে অনুমতি দেয় না বিসিবি। দিলেও ফিরতে হয় টুর্নামেন্টের মাঝপথে।
এবার অবশ্য তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানকে এলপিএলের শুরু থেকে শেষ অবধি খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
তাওহিদ ও মুস্তাফিজ খেলবেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে, তাসকিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। এলপিএলে যাওয়ার আগে তাওহিদ বলেন, ‘সব জায়গাতেই ভালো করতে হবে। সব জায়গায় ভালো করলে অন্যান্য জায়গায় সুযোগ আসবে। আগে থেকেই আসলে দেশের বাইরে ক্রিকেটাররা খেলে, এখন আরেকটু বেশি খেলছে আরকি।
আশা করি সামনে আরও অনেকে খেলবে।’
বাংলাদেশ সময়: ৯:২৯:৫৪ ১৩৪ বার পঠিত | এলপিএলতাওহিদ হৃদয়তাসকিন আহমেদমুস্তাফিজুর রহমানলঙ্কা প্রিমিয়ার লিগ