চরফ্যাশন অফিস,ভোলা বানী।।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট ক্লিনিকে নেয়ার দায়ে উপজেলা সদরের আল মদিনা এবং যমুনা ডায়গনস্টিক সেন্টারে কর্মরত(দালাল) তিন নারী এবং এক জন পুরুষকে আটক করে তাদের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ঐ তিন নারীর প্রত্যেককে ১০হাজার টাকা করে এবং পুরুষের ২০হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার মোহাম্মদ সালেক মূহিদ এ দন্ডাদেশ দেন। দন্ডিতরা হলেন-চরফ্যাশন পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের ছায়েদুল হকের মেয়ে রুমি, ওচমানগঞ্জ ৩নম্বর ওয়ার্ডের আ.মোতালেবের ছেলে শাখাওয়াত, জিন্নাগড় ৮নম্বর ওয়ার্ডের শাজাহানের মেয়ে শিমা এবং লালমহন উপজেলার গজারিয়া এলাকার মোজাম্মেল হকের মেয়ে ঝর্না। উপজেলা সহকারি কমিশনার মোহাম্মদ সালেক মূহিদ এসব তথ্য নিশ্চিত করে ইত্তেফাককে জানিয়েছেন,প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে নিজ নিজ ডায়গনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নের্তৃত্বে চরফ্যাশন থানা পুলিশ অভিযান চালিয়ে ৪দালালকে আটক করে। আটকের পর হাসপাতালের সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এদন্ডাদেশ দেন ।
চরফ্যাশন থানার এসআই মো. ছিদ্দিক জানান, দন্ডিত চার আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১০:২১ ৬৪ বার পঠিত |