চরফ্যাশনে ঘর পেয়েছেন গৃহহীন-ভূমিহীন ১১০৭ পরিবার

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ঘর পেয়েছেন গৃহহীন-ভূমিহীন ১১০৭ পরিবার
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস।।

ভোলার চরফ্যাশনের গৃহহীন-ভূমিহীন ১ হাজার ১০৭ পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের তিনটি উপজেলা ভোলার চরফ্যাশন, লালমনিরহাটের কালীগঞ্জ এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের  মাধ্যমে সংযুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দুই শতাংশ করে জমির দলিলসহ ঘর  হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর পেয়েছেন তারা।

এ সময় ভার্চুয়ালি চরফ্যাশনের দু’জন উপকারভোগী’র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ভোলার চরফ্যাশন, বোরহান উদ্দিন ও মনপুরা উপজেলার গৃহহীন মানুষকে জমিসহ ঘর উপহার দিয়ে গৃহহীন মুক্ত করায়  ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড় জলোচ্ছাসে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে আমরা তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলো ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কতগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের উপকরণ দিয়ে সহায়তা করব।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাশনে  ১ হাজার ১০৭ টি গৃহহীন পরিবারের কাছে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করেন স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

গৃহ হস্তান্তর উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি  মো: শহীদুল্লাহ,পুলিশ সুপার  মাহিদুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক প্রমুখ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।


বাংলাদেশ সময়: ২১:১৪:৩৯   ৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আর্কাইভ