তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ফজলুল হক

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ফজলুল হক
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



 

---

ভোলাবাণী।। ভোলার তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক দেওয়ান(আনারস প্রতীক) পেয়েছেন ২৪হাজার ২৩১ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন দুলাল(দোয়াত কলম প্রতিক)পেয়েছেন ২১হাজার ৫১৭ ভোট ও ফকরুল আলম জাহাঙ্গীর পেয়েছেন ৪হাজার ৯১২ ভোট এবং রেজাউল করিম নিরব পেয়েছেন ৫৫০ ভোট।

অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমিন মহাজন(চশমা প্রতিক) পেয়েছেন ২৫ হাজার ৮৩৯ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন ফরাজী(টিউবওয়েল প্রতিক) ১২হাজার ৭৬৫ ভোট এবং মহিউদ্দিন পোদ্দার(তালা প্রতিক) পেয়েছেন ১২হাজার ২১২ ভোট।

এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফাতেমা বেগম সাজু(কলস প্রতীক) ২৪হাজার ৯৭৫ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কহিনূর বেগম শিলা(ফুটবল প্রতিক) নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৪৮৯ ভোট , কয়েফুল বেগম(হাঁস প্রতিক) ৬হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৯ মে তজুমদ্দিনে ভোট গ্রহণ করার কথা ছিল। প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে তখন নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৯ জুন ভোট গ্রহণের নতুন তারিখ দেয়া হয়। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় ভোটার ১ লাখ ৩ হাজার ৩৮৮। এর মধ্যে ৫২ হাজার ৮২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৯   ৯১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক।
তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
তজুমদ্দিনে গাাঁজাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক ॥
হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবারতজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা
তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত ॥
৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥
পাকা ব্রিজ নির্মাণের দাবী এলাকাবাসীর তজুমদ্দিনে কাঠের ব্রিজে ঝুঁকি নিয়ে ১০ হাজার মানুষের পাড়াপাড় ॥
ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর ॥তজুমদ্দিনে চিত্রনায়ক আমিন খান

আর্কাইভ