মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।
বুধবার ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে শেষ হয়েছে। উপজেলার ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১৩১টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন আখন (মটর সাইকেল প্রতীক) ৬৮ হাজার ৩৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্ধি প্রার্থী ফিরোজ কিবরিয়া (ঘোড়া প্রতীক) ১০ হাজার ৯৮৫ ভোট, শহিদুল ইসলাম সোহেল (লঙ্গল প্রতীক)৫৭১ ভোট, একেএম শাহে আলম খোকন (হেলিকাপ্টার প্রতীক) ৪ হাজার ৯৬৮ ভোট, এবং সাহিদা আক্তার (আনারস প্রতীক) পেয়েছেন ৪৭১ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ছাদেক মিয়া (তালা প্রতীক) ৬৩ হাজার ৩৯৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আবদুল্লাহ আল নোমান (বই প্রতীক) পেয়েছেন ২০হাজার ৮২৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা বেগম মিলা (কলস প্রতীক) ৬৬ হাজার ৭২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি হাসিনা আক্তার (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৪৮৬ ভোট। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৯৫১জন। নির্বাচনে ২২.০১% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলা সহকারি সহকারি রিটানিং অফিসার কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।
প্রশাসনের তরফ থেকে ৩৬টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও নির্বাচন চলাকালিন সময়ে কিছু বিচিছন্ন ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপুর্ন পরিবেশে শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার নওরীন হক জানান,কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোন রকম সহিংসতা ছাড়াই সুন্দর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। এজন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৭ ১৩২ বার পঠিত |